নিজস্ব প্রতিবেদ, ভোলাহাট: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১২ ফেব্রুয়ারী বুধবার মুজিব শতবর্ষ উপলক্ষে ভোলাহাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইউনিয়ন ভিত্তিক জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সকাল ১১ টার সময় জাতীয় সংগীতের মাধ্যমে উপজেলা মিলনায়তন কক্ষে। ১নং,২নং,৩নং ও ৪নং ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষর্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ ও আব্দুর রহমান, উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ রোভার শিক্ষক হাবিবুর রহমান সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন,
নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মনিরুল ইসলাম ডাবলু ও ব্রাহ্মণ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব কোকিল।
এ সময় প্রাথমিক পযার্য়ে ১ম হয়েছে দলদলী, ২য় হয়েছে ভোলাহাট ও ৩য় হয়েছে জামবাড়িয়া ইউনিয়ন। মাধ্যমিক পর্যায়ে ১ম হয়েছে দলদলী, ২য় হয়েছে গোহালবাড়ি ও ৩য় হয়েছে ভোলাহাট ইউনিয়ন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ম হয়েছে ভোলাহাট, ২য় হয়েছে গোহালবাড়ি ও ৩য় হয়েছে জামবাড়িয়া ইউনিয়ন পরিষদ।
উল্লেখ্য, বিজয়ী দলের মধ্যে থেকে যারা ভালো গেয়েছে তাদেরকে জেলা পর্যায়ে গাওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে।
Leave a Reply