জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন, সির্ভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আনন্দ কুমার অধিকারী, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আমিমুল এহসান, জেলা প্রশাসনের সহকারী প্রোগ্রামার মো. নাজমুল হক, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মো. আনোয়ারুল হকসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ জেলার অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। আরো ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসা. সাহিদা আখতার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক রওশন আরা বেগমসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অন্যান্য কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের লক্ষে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তাদের অভিজ্ঞতা থেকে নবীন কর্মকর্তাদের শিক্ষা নেয়ার উপর গুরুত্ব দেন সভার সভাপতি জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।[-কপোত নবী, ২৩-০৭-১৯]
Leave a Reply