নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মিয়াপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ হাজার ৮৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর পাড় কালুপুর ২ নং ওয়ার্ডের মো. শফিকুল আলম ও মোসা. হাসনারা খাতুনের ছেলে মো. সিরাজ (৩৩) ও আটরশিয়া ৪ নং ওয়ার্ডের মো. হোসেন আলী ও মোসা. বশুরা বেগমের ছেলে আশরাফুল ইসলাম (২২)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব চাঁপাই ক্যাম্প জানতে পারে মহারাজপুরে মাদক বিক্রির জন্য ২ জন ব্যক্তি অবস্থান করছে।
খবর পাবার পর কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম এনামুল করিম এর নেতৃত্বে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে দ্রুত ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৮৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজ ও আশরাফুলকে হাতেনাতে গ্রেপ্তার করে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়।-কপোত নবী।
Leave a Reply