শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মহি মিজানঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শ্যামপুর যুব সংঘ আয়োজিত ফাইনাল খেলায় চাতরা ফুটবল দল ও শ্যামপুর যুব সংঘ ফুটবল দল অংশ নেয়। শ্যামপুর যুব সংঘের সভাপতি আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসানের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান, মোঃ গোলাম কিবরিয়া,শ্যামপুর ইউনিয়ার পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলাম ,শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান ভোদন, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম ,দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমুল হক বাদশা, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন আনু মিঞাসহ গণ্যমান্য ব্যক্তিরা।
Leave a Reply