নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তক্তিপুর ঘাট এলাকা থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃতরা শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের সেরাজুল ইসলামের ছেলে মিলন (২৭) একই গ্রামের টিপু সুলতানের ছেলে বাবু (২২) ও চরপাকা এলাকার আব্দুস সাত্তারের ছেলে আকবর মাঝি (৩২)।
গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তক্তিপুর ঘাট এলাকায় মাদক বিক্রির জন্য কয়েকজন যুবক অবস্থান করছে।
খবর পাবার পর ১৪ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঐ এলাকায় দ্রুত অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। -কপোত নবী।
Leave a Reply