নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের অনিয়ম-দুর্ণীতি, অব্যবস্থাপনা বন্ধ, সর্ব প্রকার চিকিৎসা সামগ্রী সংকট দূরীকরণ ও সরকারি ডাক্তারদের ক্লিনিক বাণিজ্য বন্ধ করণে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ- জাসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
১৬ ফেব্রুয়ারি রোববার সকালে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ-জাসদ জেলা শাখার সভাপতি অাব্দুল মজিদ।
এতে বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি তোসিকুল রেজা তনু, সাধারণ সম্পাদক আসিফ ইয়াসির।
পৌর ছাত্রলীগের সভাপতি সামিম হোসেন, জেলা কমিটির সদস্য মোজাহিদুল মোবারক হোসেন আকাশ, ছাত্রনেতা জাহিদ ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান।-কপোত নবী।
Leave a Reply