মোঃ নাসিম, নাচোল প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জে নাচোলের নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে হাটবাকইল গার্লস স্কুল চত্বরে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার নাচোল উপজেলার ৪নং নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আল শহীদ জুয়েল এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের বিঙ্গান ও প্রযুক্তিক বিষয়ক মোঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নেজামপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ হাবিবুর রহমান প্রমুখ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সকল ওয়ার্ড
আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্য বৃন্দরা। বক্তব্যের মাঝে বক্তারা বলেন আগামী ২৫-ফ্রেব্রুয়ারি নাচোল উপজেলা আওয়ামী লীগের ত্রী বার্ষিকী কাউন্সিলকে সঠিকভাবে উপহার দিতে পারি এবং দিব বলে সকলের প্রতি আহ্বান ও আশা ব্যাক্ত করেন।
Leave a Reply