মোঃজামিল হোসেন ভোলাহাটঃ আজ শনিবার ভোলাহাটে ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা করেছে স্বেচ্ছাসেবক লীগ। মোহবুল্লাহ কলেজ চত্বর থেকে বিভিন্ন সড়কে দীর্ঘ সড়ক জুড়েই দলটির বর্ণাঢ্য শোভাযাত্রায় নেমেছিল মানুষের ঢল।
অন্যান্য বছরের তুলনায় এ বছর ভোলাহাটে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রার চিত্র ছিল ভিন্ন।
আয়োজক ভোলাহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগ হলেও পুরো আওয়ামী পরিবারের মিলনমেলায় পরিণত হয়েছিল সুবিশাল এই র্যালিতে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক’শ নেতাকর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেক ইউটিনের নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষকে সুদীর্ঘ এই র্যালিতে অংশ নিতে দেখা যায়।
বিকেলে মোহবুল্লাহ কলেজ চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি শহরের দীর্ঘপথ অতিক্রম করে একই জায়গায় এসে শেষ হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে রং-বেরঙের বেলুন, ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে কয়েক’শ নেতাকর্মী ও আপামর জনতা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোলাহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,মাননীয় জাতীয় সংসদ সদস্য ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ সদস্য
নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সাংসাদীয় স্থায়ী কমিটি ও বাংলাদেশ আওয়ামী চাঁপাইনবাবগঞ্জ লীগের যুগ্ন সাধারন সম্পাদক সামিউদ্দিন আহমেদ শিমুল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে বক্তব্যে এমপি সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধ হন। কারন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যত দিন পর্যন্ত আমরা দেশের অশুভ শক্তিকে পরাজিত করতে না পারবো, ততদিন আমাদের সংগ্রাম চলতে থাকবে। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
Leave a Reply