মোঃতোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসের সহকারী মোঃ ফারুক হোসেন জানান, প্রতিযোগিতায় ৩য় শ্রেণী পর্যন্ত ক-গ্রুপ ও ৪র্থ শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত খ- গ্রুপে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। ক-গ্রুপের বিষয় ছিল জাতীয় পতাকা ও খ- গ্রুপের বিষয় ছিল শহীদ মিনার অংকন।এছাড়াও বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে । উল্লেখ্য,সকল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হবে ২১ ফেব্রুয়ারী সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে।
Leave a Reply