আল আমিন চট্রগ্রাম জেলা প্রতিনিধি
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিম ভবনে চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ডা.শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর নগর মহিলা দলের সহ-সভাপতি ও মহিলা কাউন্সিলর মনোনয়ন প্রত্যাশী শাহেদা বেগমকে বিএনপির মনোনয়ন ফরম বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর জানান, আজ বুধবার ও বৃস্পতিবার চট্টগ্রাম মহানগর কার্যালয় থেকে চসিক নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফরম সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি এম আজিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াছিন করিব চৌধুরী লিটন, সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জিয়া রহমান জিয়া প্রমুখ।
Leave a Reply