চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: গত ২৩ জুলাই হতে ২৭ জুলাই ৫ দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে ২২৮ পিচ ইয়াবা বড়ি ও ২০ গ্রাম গাঁজাসহ ১৩ জন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থ ও কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেয় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
জানা যায়, পরিদর্শক মো. রায়হান আহমেদ খান ও উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৩ জন ব্যক্তিকে আটক করে।
আটককৃতরা সদর উপজেলার ব্যাহারাপাড়ার মো. আব্দুল লতিফের ছেলে মো. হযরত আলী (৪০), শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. খোকা মিয়ার ছেলে মো. বাসির (২৩), মনাকষা শেখটোলা এলাকার মো. রবিউল ইসলামের ছেলে মো. রিপন (২০), চৌকা মনাকষা এলাকার শ্রীপতি প্রামানিকের ছেলে শ্রী দিপক প্রামানিক (৫০), গোমস্তাপুর উপজেলার চৌডালা ফেরিঘাট এলাকার মৃত দিজেন কর্মকারের ছেলে শ্রী রিপন কর্মকার (২৯), দক্ষিণ হাউসনগর গ্রামের মো. ছাত্তার আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৭), সদর উপজেলার গনকা বিদিরপুর এলাকার মো. সাইদুর রহমানের ছেলে মো. আব্দুল মতিন (৩২), পিটিআই বস্তির মৃত লুৎফর রহমানের ছেলে মো. কামাল (৩৫), হুজরাপুর মহল্লাহর মৃত আয়েশ উদ্দীনের ছেলে মো. বরকতউল্লাহ বাবু (৬০), পিটিআই বস্তির মৃত শাহারুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩০), বটতলাহাট এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. এশারুল (৫০), আজায়পুর মহল্লার মো. সইবুর রহমানের ছেলে মো. শাহিন (৪০) এবং উপর-রাজারামপুর এলাকার আব্দুল মালেকের ছেলে মো. সেলিম রেজা (২৫)।
পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, খাদিজা বেগম, মো. সাইফুল ইসলাম, মো. ইকবাল হাসান ও নিশাত আনজুম অনন্যা আসামীদের ১৫ দিন হতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অনাদায়ে আরো বিভিন্ন মেয়াদে অর্থদন্ডে দন্ডিত করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
কপোত নবী
২৭-০৭-১৯
Leave a Reply