মোঃ জামিল হোসেন: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পোল্লাডাংগা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা পরিষদ আয়োজিত পোল্লাডাংগা স্বর্ণকাপ চূড়ান্ত ফুটবল টুর্ণামেন্ট শনিবার পোল্লাডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে (বিজিবি ক্যাম্প সংলগ্ন) পরিষদের পৃষ্ঠপোষক ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক, প্রধান আলোচক ছিলেন, এ এইচ এম আব্দুর রকিব।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সামিউল হক লিটন, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন। সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রকৌশলি আমিনুল হক, উপজেলা বিএনপি সহ সভাপতি মাহাতাবউদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুল খালেক, এগ্রো প্রোডাক্ট ব্যবস্থাপক গোলাম মোহম্মদ ফিটু, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুল, ভোলাহাট ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জ, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মসফিকুল ইসলাম তারা, বিশিষ্ট সমাজসেবক মোসাঃ কেয়া রহমান,জেকে পোল্লাডাংগা বিজিবি কোম্পানী কমান্ডার আলমগীর খান, পোল্লাডাংগা হাই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। খেলার সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারী শহিদুল ইসলাম।
চূড়ান্ত স্বর্ণকাপ খেলায় অংশ গ্রহণ করেন, উপজেলার বজরাটেক নবীন সংঘ বনাম বাচ্চামারী ইলেভেন স্টার। মোট ১১জন করে ২টি দলের ২২জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। মোট ৩৫ মিনিট করে ৭০ মিনিট খেলায় বাচ্চামারী ইলেভেন স্টার ফুটবল দলকে ২ গোল দিয়ে বজরাটেক নবীন সংঘ জয় লাভ করেন। খেলাটি প্রধান পরিচালক ছিলেন ফিফা সদস্য রজব ও সহকারী হিসেবে ছিলেন, আইয়ুব ও শামীম।
এ খেলায় উভয় দলের ২জন খেলোয়াড়কে শৃংখোলা ভঙ্গের দায়ে হাফিজ ও আব্রাহামকে লাল কার্ড প্রদর্শণ করেন। পরে অতিথিগণ উভয় দলকে তাদের উপহার তুলে দেন।
উল্লেখ্য মোট ২৬টি ফুটবল দল এ খেলায় অংশ গ্রহণ করে। বিশেষ উল্লেখ্য মোট ৪৫টি ফুটবল ম্যাচে ধারাভাষ্য দেন দৃষ্টি প্রতিবন্ধি রবিউল ইসলাম পলাশ ও অপরজন সেলিম রেজা মুক্ত। এ খেলাটি প্রায় ৩০ হাজার দর্শক উপভোগ করেন। স্বর্ণকাপ খেলায় বিদেশী খেলোয়াড়দের উপস্থিতিতে দর্শক অপলক দৃষ্টিতে খেলা উপভোগ করেন।
Leave a Reply