নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সোমবার অনুষ্ঠিত হবে।
রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণে সকাল ১০টায় এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মঈনুদ্দীন মণ্ডল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম, শাহাবুদ্দীন ফরাজী ও বেগম আখতার জাহান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউর রহমান।
আরো উপস্থিত থাকবেন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস।
এতে সভাপতিত্ব করবেন, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কর্নেল লুইস মূর্মু। কাউন্সিলে ৩২৮ জন কাউন্সিলর অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।-কপোত নবী।
Leave a Reply