নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ৭০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বেলা ১ টা পর্যন্ত। তারপর ফলাফল ঘোষণা করা হয়।
প্রতিটি বিদ্যালয়ে ৭টি পদে নেতৃত্ব নির্বাচনের জন্য শিক্ষার্থীরা ভোট প্রদান করে।
২ নম্বর নবাবগঞ্জ শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারওয়ার কাওনাইন জানান, এই নির্বাচনের মাধ্যমে শিশু শিক্ষার্থীরা তাদের নেতৃত্ব বুঝতে শিখবে এবং আগামীতে তারা দেশের নেতৃত্ব দেবে এই লক্ষে ২০১১ সাল থেকে সরকার দেশের প্রতিটি বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের নির্দেশনা দিয়েছেন।
এদিকে জেলা প্রাথমিক শক্ষা অফিসের মনিটরিং অফিসার মোঃ ইশাহাক আলী জানান, জেলার প্রতিটি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সু-শৃখল ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।-কপোত নবী।
Leave a Reply