বরেন্দ্র নিউজ ডেস্ক :
দিল্লীর মসনদে মোদি ক্ষমতাসীন থাকা অবস্থায় পাক-ভারত সিরিজ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আইকন ক্রিকেটার শহীদ আফ্রিদি।
ক্রিকেট পাকিস্তান ডটকমকে দেয়া এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন শহীদ আফ্রিদি।
আফ্রিদি বলেন, মোদি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আমার মনে হয়না পাকিস্তান ও ভারতের মধ্যকার কোন ম্যাচ হওয়া সম্ভব না। কেননা মোদির ধারণা নেতিবাচকই থাকে সবসময়। যেটা আমরাও জানি আর ভারতীয়রাও জানে।
তিনি বলেন, মোদির খেয়ালের জন্য আমাদের মধ্যকার সম্পর্কই শুধু খারাপ হবে। ওনি যে কি চান তাও স্পষ্ট নয়।
পাকিস্তান সুপার লিগ নিয়ে আফ্রিদি বলেন, পিএসএলের মতো আরও বেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আমাদের যুক্ত করা উচিত। আমি মনে করি স্পনসররাও এতে খুশি হবে, তারা এ জন্য অপেক্ষায় রয়েছে।
প্রসঙ্গত, সবশেষ ২০১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিয়েছিল ভারত-পাকিস্তান। এরপর আইসিসি বিশ্বকাপ এবং এশিয়া কাপের ম্যাচ ছাড়া দুই দলের দেখা-সাক্ষাৎ নেই।
Great content! Super high-quality! Keep it up! 🙂