শফিকুল ইসলাম,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস সভাপতি ও গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার সকালে উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তাদের নাম ঘোষনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এর আগে কাউন্সিলের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ জিয়াউর রহমান। বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, শাহাবুদ্দীন ফরাজী, বেগম আখতার জাহান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা.সামিল উদ্দীন আহমেদ শিমুল, সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসি ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি আবদুল ওদুদ , গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদেও চেয়ারম্যান হুমায়ন রেজা, উপজেলা আওয়ামীলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসকে সভাপতি ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডলকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা করা হয় ।
Leave a Reply