নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদকের মামলায় একজনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত।
আজ (২৪ ফেব্রুয়ারি ২০২০) সোমবার দুপুরে আসামীর অনুপস্থিতিতে এ আদেশ দেন অতিরিক্ত জেলা দায়রা জজ শওকত আলী।
দন্ডপ্রাপ্ত পলাতক আসামী জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে কামাল মন্ডল (৪২)।
মামলার বরাত দিয়ে রাস্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালে ১০ জানুয়ারি বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা বোগলাউড়ি ঘাট এলাকার একটি ইটভাটায় র্যারেবর অভিযানে ১ হাজার ৪০৫ পিস ইয়াবাসহ কামাল মন্ডল গ্রেফতার হন। ওইদিন কামালকে একমাত্র আসামী করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন র্যাব-৫ এর তৎকালীন এসআই গোলাম সারোয়ার।
মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন কামাল মন্ডলকে একমাত্র আসামী করে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্যপ্রমান ও শুনানী শেষে কামালকে কারাদণ্ড প্রদাণ করে বিজ্ঞ আদালত।-কপোত নবী।
Leave a Reply