মোঃতোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতাঃ সোমবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০১৯/২০ মৌসুমে ইউনিয়ন ভিত্তিক ৩য় ও ৪র্থ পর্যায়ে উপজেলার ১১টি ইউনিয়নে ৩৫৩ জন কৃষকের ভাগ্য উন্মুক্ত লটারীর মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রমিজ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আবু মোঃ রেজা আসাদুজ্জামান, বীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহিরুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা আক্তার বৃষ্টি, বীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ আজমত আলী, কবিরাজহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ সলিমুল্লা নবাব, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন আলী সহ সাংবাদিক ও কৃষকগন।
Leave a Reply