বিশ্বকাপের ব্যর্থতার পর বাংলাদেশের কোচিং স্টাফে পরিবর্তন এসেছে। ব্যর্থতার জন্য প্রধান কোচের দায়িত্ব থেকে স্টিভ রোডস, পেস বোলিং কোচের দায়িত্ব থেকে কোর্টনি ওয়ালশ ও স্পিন বোলিং কোচ থেকে সুনিল জোশিকে ছাটাই করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার টাইগারদের নতুন বোলিং কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক প্রোটিয়া বোলার ও বোলিং কোচ শার্ল ল্যাঙ্গেভেল্টকে নতুন পেস বোলিং কোচ হিসাবে নিয়োগ দিয়েছে বিসিবি। দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি।
অন্যদিকে স্পিন বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে নিয়োগ দিয়েছে বিসিবি। কিন্তু তাকে পূর্ণ মেয়াদে পাচ্ছে না বাংলাদেশ। তিনি চলতি বছর ভারত সফরের আগ থেকে শুরু করে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন কাজ করবেন। এরপর পরিস্থিতি বুঝে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘পেস বোলিং কোচ হিসেবে আমরা দক্ষিণ আফ্রিকার চার্লস ল্যাঙ্গেভেল্টকে বেছে নিয়েছি। তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও হয়ে গেছে। আগামী ২ বছর কাজ করবেন তিনি। তবে ভেট্টোরির সঙ্গে এখনও চুক্তি হয়নি। মৌখিকভাবে তিনি রাজি হয়েছেন কাজ করতে। অচিরেই চুক্তি করে ফেলা হবে।’
Leave a Reply