নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আসরাফুল হক চুনু সভাপতি ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী শাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (২৯ ফেব্রুয়ারী) ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তাদের নাম ঘোষনা করা হয়। ত্রি বার্ষিক সম্মেলনে ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও (রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত) এসএম কামাল হোসেন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন,আওয়ামীলীগকে এক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান। তিনি বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল বাংলাদেশের ইতিহাসে ছিল অন্ধকারের যুগ। মনে হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় যেন পাকিস্থান, আর পাক হানাদার বাহিনী মত মুক্তিযুদ্ধের পক্ষের ও সংখ্যালঘু লোকদের উপর হামলা করেছে,তাদের বিরুদ্ধে লড়াই করে ২০০৮ আওয়ামীলীগ ক্ষমতায় আসে। আওয়ামলীগ ছাড়া দেশের উন্নয়ন হয়না।
Leave a Reply