বরেন্দ্র নিউজ আন্তর্জাতিক ডেস্ক :
সব নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নাম ঘোষণা হলো মহিউদ্দিন ইয়াসিনের। দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ এঈ ঘোষণা দিয়েছেন। আগামীকাল (১লা মার্চ) সকালে তিনি মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিবেন।
এর আগে ২৪ শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ হুট করেই পদত্যাগ করে বসেন। কিন্তু নতুন মন্ত্রীসভা গঠন ও প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত তাকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব দেয়া হয়।
আগের মন্ত্রীসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন মহিউদ্দিন ইয়াসিন। দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের দল পিকেআরের ১১জন আইনপ্রণেতার সমর্থণে তিনি প্রধানমন্ত্রী হিসাবে প্রার্থী হোন। তবে মহিউদ্দিনকে প্রধানমন্ত্রী করে মাহাথির মোহাম্মাদের দল ইউনাইটেড আদিবাসী পার্টি আগেই ঘোষনা দিয়েছিল
গত নির্বাচনে মাহাথির মোহাম্মাদ ঘোষণা দিয়েছিলেন পরবর্তী প্রধানমন্ত্রী করা হবে আনোয়ার ইব্রাহিমকে। কিন্তু সেটা বাস্তবায়ণ করা হয়নি।
বার্তাবাজার
Leave a Reply