নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বারিক বাজার হাউস নগর এলাকার একটি আম বাগানের ভেতর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার কৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বারিক বাজার হাউস নগর এলাকার মৃত মো. তামসুর আলীর ছেলে মমিনুল ইসলাম (৪৫) ও একই উপজেলার নাতোর গ্রামের ইমরান আলীর ছেলে দেলোয়ার হোসেন শাকিল (প্রকাশ বাবু-২০)।
জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার এর নির্দেশনায় এবং এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নেতৃত্বে ৬ মার্চ শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে ডিবির একটি অপারেশন দল আমবাগানে অভিযানটি পরিচালনা করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার। তিনি আরো জানান, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় জেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। -কপোত নবী।
Leave a Reply