নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা এলাকার শেখ হাসিনা সেতু সংলগ্ন খাস জমির উপর অবৈধভাবে নির্মিত ইটভাটা টাইগার ব্রিকস ও নিউ ষ্টার-২ এ অভিযান চালিয়ে সেগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এসময় আশেপাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন জানান, সরকারি জায়গার উপর লাইসেন্সবিহীন ইটভাটা ও স্থাপনা গড়ে ওঠার কারণে স্থাপনাগুলো ভেঙ্গে ফেলা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। -কপোত নবী।
Leave a Reply