১৭ ই মার্চ মঙ্গলবার নাচোল জেলা পরিষদ ডাকবাংলোতে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে পালিত হয় মুজিব শতবর্ষ ২০২০। ধ্রুবতারার চাঁপাইনবাবগঞ্জের জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় কমিটির সাকিল রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগঠন ধ্রুবতারার সাধারণ সম্পাদক অমীয় প্রাপন চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারার কেন্দ্রীয় ক্রীড়া ও যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ রয়েল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী জ্যানেট, কেন্দ্রীয় কৃষি ও পর্যটন বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ সিপন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ধ্রুবতারার সাধারণ সম্পাদক তাসরিফ আহমেদ প্রমুখ। মুজিব বর্ষের কার্যক্রম শুরু হয় সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। বেলা ৯:৩০মিনিটে নাচোল জমিন কমিন রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে মুজিব বর্ষের তাৎপর্য ও তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে ফিরে জেলা পরিষদ ডাক বাংলোতে ধ্রুবতারা চাঁপাইনবাবগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলার মধ্যে মুজিববর্ষের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেষে বৃক্ষরোপন কর্মসূচী ও কেক কাটা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply