শফিকুল ইসলাম,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নারী সহ ২ ভারতফেরত বাংলাদেশী নাগরিক হোম কোয়ারেনটাইন না মানায় তাদের ২ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।করেছে ভ্রাম্যমান আদালত।
দ্বন্দপ্রাপ্তরা জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার নূনগোলা গ্রামের এক জন নারী ও অপরজন পুরুষ।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান জানান, গত ১৩ র্মাচ তারা দেশে ফিরলে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। তা অমান্য করে বাহিরে ঘুরে বেড়ানোর কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছিল। বিষয়টি জানার পর স্বাস্থ্য কর্মকর্তাকে নিয়ে অভিযান চালানো হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক নারীকে ৫ হাজার টাকা ও অপর আরো একজনকে ২০ হাজার টাকা জরিমানা ও তাদের বাধ্যতামুলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়।
Leave a Reply