মোঃ জামিল হোসেন, সব সময় হেলমেট পড়ুন, নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। এ শ্লোগানকে সামনে রেখে গত ৩০ জুলাই থেকে পথ চলা শুরু করেছে ভোলাহাট রাইডার’স ক্লাব।
Bholahat Rider’s Club ভোলাহাট উপজেলার বাইক প্রেমিকদের জন্য একটা সামাজিক সংগঠন।এক ঝাঁক তরুনেদের নিয়ে পথ চলা শুরু করা তরুনেরা বলেন যেটার দ্বারা আমরা মানুষের ভেতরে বাইক সম্পর্কে সামাজিক সচেতনতা গড়ে তুলবো এবং বাইকারদের বিভিন্ন রকম বিপদে নানা ভাবে সাহায্য সহযোগিতা করবো।
ইতিমিধ্য তাদেরকে BRC পরিবারের জন্য #BRC লগো সম্মিলিত স্টিকার তৈরী করেতে দেখা গেছে। উদ্দ্যোক্তারা জানায় যারা যারা স্টিকার নিতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই আগে আমাদের কাছে সদস্য ফি জমা দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে।
বাইক থাক অথবা না থাক সবাই আমাদের সদস্য হতে পারবেন।নির্ধারিত সদস্য ফি : – ৩০০ টাকা মাত্র। উদ্দ্যোক্তারা হলেন, মোঃ মোস্তাফিজুর রহমান প্লাবন, মোঃ রাজ চৌধুরী, মোঃ আবু জার গিফারী ও মোঃ মারুফ রেজা।
Leave a Reply