স্টাফ রিপোর্টার : পৌর এলাকার ২ নং ওয়ার্ড এর শহীদ মুনিমুল হক সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শরিফুল আলম। সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান। সভায় উপস্থিত ছিলেন, জেলা মহিলা আ.লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক, পৌর আ.লীগের সাংগাঠনিক সম্পাদক জুবায়ের হোসেন অঙ্কুর, আ.লীগ নেতা আব্দুল মতিন, পৌর আ.লীগের কার্যনির্বাহী পরিষদের সদসগণসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উৎযাপন উপলক্ষে বিস্তারিত আলোচনা এবং সিধান্তসমূহ গ্রহণ করা হয়। পৌর আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান জানান, শোকের মাসের প্রথম দিন থেকেই আ.লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় শোক দিবসের দিন সকাল ৭টা ৩০ মিনিটে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধ-নির্মিত রাখা হবে।
কুরআন খানী ও দোয়া মাহফিল হবে সকাল ৮টায় এবং ৮টা ১৫ মিনিটে দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হবে। এরপর দলীয় কার্যালয়ের সামনে জাতীয় শোক দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে। [কপোত নবী-০৮-০৮-১৯]
Leave a Reply