নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রধানমন্ত্রী নিজস্ব উদ্যোগে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও ঘর প্রদান উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। ২৪ এপ্রিল বিকেল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসারের খাস কামরায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম । তিনি জানান, ৩য় ধাপের ১ম পর্যায়ের ১৫০টি ঘর ভোলাহাট উপজেলায় বরাদ্দ পাওয়া গেছে, আগামী ২৬ এপ্রিল উপজেলার ভোলাহাট সদর, গোহালবাড়ী, দলদলী ও জামবাড়িয়ায় মোট ১৫০ টি ঘর সারা দেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীনদের হাতে ঘরের চাবি হস্তান্তর উদ্বোধনের সাথে সাথেই ভোলাহাটেও হস্তান্তর করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেস ক্লাব সভাপতি গোলাম কবির,বরেন্দ্র নিউজের সম্পাদক মোঃ জামিল হোসেনসহ স্থানীয় আরও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply