মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নওগাঁ বিল-২০২৩” জাতীয় সংসদে পাশ হওয়ায় নওগাঁর সাপাহারে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডলের নের্তৃত্বে র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবারো উপজেলা চত্বরে মিলিত হয়।
এসময় উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, বাংলাদেশ আ’লীগ সাপাহার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী।
Leave a Reply