মিঠুন রাজ, স্টাফ রিপোর্টারঃ
ইন্দুরকানীতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২.০১ মিনিটে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টির (জেপি) অংগ ও সহযোগী সংগঠন, সাংবাদিক, শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে সকালে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে প্রভাতফেরি বের হয়। প্রভাতফেরি শেষে উপজেলা হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. এম. মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মৃধা, ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক, উপজেলা জেপির আহবায়ক শাহীন হাওলাদার প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, ইন্দুরকানী ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী দিলরুবা মিলন প্রমুখ।
Leave a Reply