কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের উলিপুরের ফকিরপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে স্কুল পরিচালনা করায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও এখন পর্যন্ত কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় ধরাছোঁয়ার বাহিরে রয়েছেন অবৈধভাবে দায়িত্ব পালন করা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ গোলেনুর বেগম। ফকিরপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সহ এলাকার অনেকে ভিডিও ধারণের আওতায় না আশায় শর্তে সাংবাদিকদের কে জানান , ২১ সেপ্টেম্বর ২০২০ ইং মোঃ তৈয়বুর রহমান সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন। পরবর্তীতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী ভবেন্দ্রনাথ বর্মন অবসর গ্রহণের একদিন আগে ৩১ জানুয়ারী ২০২৩ ইং সহকারী প্রধান শিক্ষক তৈয়বুর রহমান কে কৌশলে সাময়িক বয়খাস্ত করেন।; প্রতিষ্ঠানের সকল সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটি, থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতার উপস্থিতিতে সরকারী বিধিমালা মোতাবেক অবৈধ সাময়িক বরখাস্ত প্রত্যাহার করে বৈধ রেজুলেশনের মাধ্যমে ১ লা ফেব্রুয়ারি ২০২৩ ইং তৈয়বুর রহমান কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে দায়িত্বভার প্রদান করেন।। পরের দিন নাটকীয়ভাবে রাত এগারটায় ওই ইউনিয়নের চেয়ারম্যান ক্ষমতার দাপটে সাবেক প্রধান শিক্ষক ভবেন্দ্রনাথ বর্মনকে বাধ্য করে ভুয়া রেজুলেশন এর মাধ্যমে তার স্ত্রী গোলেনুর বেগমকে দায়িত্বভার দেন। এ অবস্থায় বৈধ এবং অবৈধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে এলাকায় চলছে চরম উত্তেজনা ও ক্ষোভ। । এ বিষয়ে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ভুয়া রেজুলেশন এর মাধ্যমে অবৈধ প্রধান শিক্ষক গোলেনুর বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দাখিল করেছেন।
Leave a Reply