সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে সারাদিনব্যাপী বিভিন্ন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে নবীন বরণ ও অবিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এসময় উপস্থিত অবিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পের আওতায় নির্মিত ১২ বীর নিবাসের চাবি হস্তান্তর ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন সহ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে তিনটায় উপজেলার নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করেন তিনি।
বিকেল ৪টায় উপজেলার বেসরকারী মাদ্রাসার সুপার ও সভাপতিদের সাথে মতবিনিময় সাড়ে চার টায় উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করেন।
সন্ধ্যা ৭টায় সাপাহার ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে ২য় ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধন করেন।
সকল অনুষ্ঠানে স্ব স্ব আয়োজক ও স্থানীয় আ’লীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply