মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে সম্মেলন ও জঙ্গীবাদ- সন্ত্রাসবাদ সহ সামাজিক ব্যাধি প্রতিরোধে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন বীরগঞ্জ এর আয়োজনে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। স্বাগত উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুল আজিজ। এর পরে পরিষদ চত্বরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০টি শিক্ষা-প্রতিষ্ঠানের মাঝে ১৫০টি বেঞ্চ বিতরণ এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ৬ মাস ব্যাপী কর্মমুখী সেলাই প্রশিক্ষণ শেষে উপকারভোগী শিশু-০৭ ও অভিভাবক ১৭ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি মো. আমিনুল ইসলাম।
Leave a Reply