শিরোনাম
রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাট সদর ইউপির শীতার্তদের মাঝে কম্বল বিতরণ-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-বরেন্দ্র নিউজ সাপাহারে ফসলী জমি কেটে নির্ধারিত স্থানে পানির লাইন না বসিয়ে অর্থের বিনিময়ে অন্য স্থানে বসানোর অভিযোগ-বরেন্দ্র নিউজ বাংলাদেশকে জুলুম অত্যাচার হাত থেকে রক্ষা করতে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই-অধ্যাপক মুজিবুর রহমান খুলনার দাকোপ ছাত্র লীগের জন্মদিন পালনে আটক-৩-বরেন্দ্র নিউজ সাপাহারে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ গণ অধিকার পরিষদের কুড়িগ্রাম জেলা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন-বরেদ্র নিউজ সীমান্তবর্তী উপজেলা ডিমলায় শতাধিক এতিম শিশুকে ইউএনওর কম্বল উপহার-বরেন্দ্র নিউজ সাপাহারে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-বরেন্দ্র নিউজ
শিবগঞ্জে গাছের সাথে তীব্র শত্রুতা, ১২০০ আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা-বরেন্দ্র নিউজ

শিবগঞ্জে গাছের সাথে তীব্র শত্রুতা, ১২০০ আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা-বরেন্দ্র নিউজ

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুইটি আমবাগানের প্রায় ১২০০ আমগাছ কেটে ফেলেছে দুর্বত্তরা । ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও মাঠে । ক্ষতিগ্রস্ত একটি আম বাগান মালিক মো: ফিটু আলী বলেন, আমার লীজ নেয়া ৯ বিঘা জমির উপর ১২০০ আমগাছের মধ্যে গত রাতে প্রায় ১ হাজার আমগাছ কেটে ফেলেছে দুর্বত্তরা । আমি দশ বছর বিদেশে থেকে যে টাকা নিয়ে এসেছিলাম সব টাকা খরচ করে জমি লীজ নিয়ে দুই বছর যাবৎ আমগাছ চাষ করছি, এখনো ফল পাইনি । দুর্বৃত্তরা সকল গাছ কেটে আমাকে নি:স্ব করে দিলো । অপর বাগান মালিক পীরগাছি এলাকার মো: তরিকুল ইসলাম বলেন, বুধবার ১লা মার্চ ২০২৩ রাতে আমার ৩৫ শতক জমির উপর ৪ বছর বয়সী ২০৫ টি আম্রপলী আমগাছ কেটে ফেলেছে দুর্বত্তরা । শুক্রবার সকালে বাগান পরিচর্যায় গিয়ে এই অবস্থা থেকে আমি হতাশ হয়ে যাই । চার বছর থেকে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে এসব আমগাছ বড় করেছিলাম লাভের আশায় । এখন আমি নি:স্ব হয়ে গেলাম । এ ঘটনায় মো: ফিটু আলী ৬০ লক্ষ টাকা ও মো: তরিকুল ইসলাম ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবী করেন । এ বিষয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে উভয়েই শিবগঞ্জ থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছে । ঐ মাঠে নিয়োজিত পাহারাদার মো: মজনু আলী, নজরুল ইসলাম ও আব্দুর রহমান বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা ৬ জন পাহারায় নিয়োজিত ছিলাম, রাতে হয়তবা এই ঘটনা ঘটিয়েছে । এমন ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়েও আশংকা প্রকাশ করে দোষীদের উপযুক্ত শাস্তি দাবী করেন তারা । বামুনগাঁও মাঠ কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম তাবারিয়া চৌধুরী বলেন, এর আগেও ঐ মাঠেই আমার ১৩০ টি আমগাছ কেটে ফেলা সহ বিভিন্ন সময়ে ফসল নষ্ট করেছে কিছু অসাধু লোকজন । তারাও একাজটি করতে পারে । তবে নিশ্চিত বলা যাবে না । দোষী যেই হোক, তদন্ত করে বের করে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার । থানায় দায়েরকৃত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মো: সিহাব উদ্দীন জানান, অভিযোগ পেয়েছি । আমরা সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




<figure class=”wp-block-image size-large”><img src=”http://borendronews.com/wp-content/uploads/2020/07/83801531_943884642673476_894154174608965632_n-1-1024×512.jpg” alt=”” class=”wp-image-17497″/></figure>

© All rights reserved © 2019 borendronews.com
Design BY LATEST IT