সারোয়ার হোসেন, তানোর: রাজশাহীর তানোরে একটি গাভী গরুর তিনটি বাছুর প্রসব করার ঘটনা ঘটেছে। এমন ঘটনাটি ঘটেছে, চলতি মাসের ২রা মার্চ বৃহস্পতিবার উপজেলার কামারগাঁ ইউনিয়নের(ইউপি) পারিশো গ্রামে। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে কৌতুহল। অন্যদিকে একটি গাভীর তিনটি বাছুর জন্ম দেয়ার ঘটনা দেখতে রীতিমতো গ্রামটিতে ভীড় জমাচ্ছে অসংখ্য মানুষ। জানা গেছে, কামারগাঁ ইউনিয়নের(ইউপি)র’ ৩নং ওয়ার্ডের পারিশো গ্রামের ডালিম আহমেদ নামের একজন ব্যক্তির গরুর খামার(এগ্রোফার্মে) শুক্রবার সন্ধ্যায় উন্নত জাতের একটি গাভী এ তিনটি গরুর বাছুর জন্ম দেয়। এতে করে এমন আশ্চর্য জনক ঘটনায় বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ ডালিমের খামারে গাভী ও বাছুর গুলো দেখতে ভীড় জমাচ্ছেন।
ডালিম এগ্রোফার্মের মালিক ডালিম আহম্মেদ জানান, তার খামারে এই প্রথম একটি গাভী তিনটি বাছুর প্রসব করেছে। সাহিওয়াল জাতের ৪দাঁত বয়সের গাভীটি ২রা মার্চ বৃহস্পতিবার রাত ১১টা ৩০মিনিটে একে একে ৩টা বাচ্চা প্রসব করে। তিনি জানান,কোনো ডাক্তারের সাহায্য ছাড়াই আমরা নিজেরাই বাচ্চা প্রসব করিয়েছি, গাভী ও বাচ্চা সবাই সুস্থ আছে। সাহিওয়াল জাতের এ গাভীটি কে আমেরিকান ডেইরি কোম্পানির সাহিওয়াল জাতের বীজ দিয়ে কৃত্রিম প্রজনন করা হয়েছিলো।
স্থানীয়রা জানান, একটা ছাগলের ৩-৪ বাচ্চা এমন খবর সচরাচর শুনি। কিন্তু আজ একটি গরুর তিনটি বাচ্চা হয়েছে ডালিমের খামারে এমন খবর শুনে তার খামারে গিয়ে দেখলাম ঘটনাটি সঠিক। আমরা সবাই আশ্চর্য হয়ে গেছি।
প্রতিবেশীরা জানান , ডালিম আহমেদ উদীয়মান তরুণ উদ্যোক্তা। তিনি অনেক দিন ধরেই ডিম উৎপাদন ও মাংস উৎপাদনের কাজের সাথে জড়িত, যথাযথ কর্তৃপক্ষের সাহায্য পেলে এমন উদ্যোক্তাদের দেখে নতুনরাও অনুপ্রাণিত হবেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুমন মিয়া জানান, এরকম ঘটনা অনেক জায়গায় ঘটেছে,তবে প্রায় সময় মারাও গেছে, কিন্তু শুনলাম ডালিম আহমেদের গাভী ও বাছুর সুস্থ সবল আছে। ঠিক মতো যত্ন নিলে তিনটি বাছুর সবল হয়ে বেড়ে উঠবে।
Leave a Reply