মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় বালুভর্তি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে ৪ জন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক । আহত সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৯ই মার্চ(বৃহস্পতিবার) দুপুরে উপজেলার বড়ঘাট বাজারের সংগ্লন এ ঘটনা ঘটে। স্হানীয়রা জানান বালুভর্তি একটি ট্রাক ঢাকা মেট্টো-(ট-২২-৮৪৫২) রংপুর যাওয়ার পথে ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশা বড়ঘাটের ব্রীজের পাড় নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো চালক সীমান্ত রায় ও যাত্রী রাজু গুরত্বর আহত হয়। অপর আহত যাত্রীর নাম শরিফুল ইসলাম এবং আবু বক্কর। তাদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময় ট্রাক চালক আব্দুল মালেক পালানোর সময় গনধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন জনতা।
Leave a Reply