সোহেল রানা বাবু,
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে অসহায় নিরাপরাধী এক ব্যক্তিকে দিনেদুপুরে চোর সন্দেহে সীমাহীন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ।১৪ মার্চ শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ঘোষগাতী বাজারে অমানবিক এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক ভাইরাল হয়েছে।
নির্যাতনের শিকার মনির শেখ (৪২) মোল্লাহাট উপজেলার পূর্ব দারিয়ালা গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে। চিকিৎসাধীন ভিকটিমের স্বজনরা জানায় মনির শেখের নিজের কোন বাড়ি/জমি না থাকায় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার গাংনী মাতারচর আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর ও জমি পেয়ে সেখানে বসবাস করছেন। ঘটনার দিন মাতারচর এলাকার জনৈক জাহিদ’র সঙ্গে তার অসুস্থ একটি ছাগল নিয়ে মোল্লাহাট পশু হাসপাতালে গেছিলেন। সেখান থেকে ফেরার পথে ঘোষগাতী গ্রামের জালাল শেখের ছেলে আতাউস শেখ, আহমেদ শেখের ছেলে আলমাস শেখ ও গ্যারেজ মালিক আকরাম সহ কতিপয় ব্যক্তি তাকে ধরে চোর সন্দেহে নির্যাতন করে। তখন ছাগলের মালিক সঙ্গে থাকলেও তার কথা গুরুত্ব না দিয়ে কেবল সন্দেহের বশে এ নির্যাতন করা হয় বলে জানান ভিকটিম ও তার বৃদ্ধ মা। তারা এঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, এবিষয়ে ভিকটিমকে মামলা করতে বললে ভিকটিম বলেন আমাদের মামলা চালানোর টাকা নেই। তাই স্থানীয়ভাবে মিট মীমাংসা করলে ভাল হয়।##
সোহেল রানা বাবু
বাগেরহাট
তাং ১৪/০৩/২০২৩ ইং।
Leave a Reply