চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। শুক্রবার দুপুরের পর সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বকুলতলা পুকুর পাড় এরাকার কলেজ পাড়া মহল্লার নূরু চৌধুরীর বাগানে বজ্রপাতে এ ঘটনা ঘটে।
নিহক ব্যক্তি মহারাজপুর ইউনিয়নের বকুলতলা পুকুর পাড় এরাকার মৃত সামশুদ্দিন দফাদারের ছেলে মো. সোহরাব আলী ভদু বিশ্বাস (৬০)।
এলাকার শিক্ষক আজিম উদ্দিন, মহারাজপুর ২ নং ওয়ার্ড সদস্য ফিরোজ আহমেদ হিরোক ডাক্তার ও ৭ নং ওয়ার্ড সদস্য মো. সেমাজুল হক জানান, দুপুরে খাবার পর বাড়ির পাশে বাগানে যায় ভদু বিশ্বাস। সে সময় গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল। সাড়ে ৩ টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান ভদু বিশ্বাস। তার একহাতের কিছু অংশ ঝলছে ছিল।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুগুডিমা এলাকার বাবলুর ছেলে পলসা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র মো. হৃদয় (১৪) সাইকেলে জমিতে যাবার সময় বৃষ্টি সাথে বজ্রপাত হলে মারা যায়। গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু বজ্রপাতে নিহত হবার কথা নিশ্চিত করেছেন।
Leave a Reply