বরেন্দ্র নিউজ বিনোদন ডেস্ক :
পরিচালক তৌহিদ হক জানান বিশ্ব ভালবাসা কে কেন্দ্র করে এই ‘আমার প্রথম প্রহরে তুমি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মান করা হয়েছে।
আসলে ইহা একটি প্রেমের গল্পের উপর নির্মিত যেখানে একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যের মধুর ভালবাসা তুলে ধরা হয়েছে। এখানে অভিনয় করেছেন শিহাব ও ঊষা, দুজনের প্রায় নতুন, ওরা অনেক ভাল করেছে,মুলত আমাদের পুরো টিমটাই নতুন। এটি আমার জীবনের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র,তাই সবার ভালবাসা চাই,দোআ চাই।
এর আগে আমি সহকারী পরিচালক হিসাবে কাজ করেছি,পদ্মাপুরান সিনেমাটির নাম ,আপনারা সামনে মাসে তা দেখতে পাবেন সারা দেশের রুপালী পর্দায়।
চিকন পিনের চার্জার’ নামক ইউটিউবে আপনারা ইহা দেখতে পাবেন।
১৪ তারিখ বিশ্ব ভালবাসা দিবসে তা আপলোড করা হবে,আশা করি আপনারা ইহা দেখবেন এবং আমাদের পাশে থাকবেন যেন সামনে আরও ভাল ভাল কাজ আপনাদের উপহার দিতে পারি।
Leave a Reply