মিঠুন কুমার রাজ, স্টাফ রিপোর্টারঃ
মডেলিং ও মিউজিক ভিডিও নিয়ে নতুন গান “বন্ধুর প্রেম জ্বালা” শিরোনামে ৷ গানটি তে একক ভাবে কন্ঠ দিয়েছেন মোহাম্মদ ইমরান। তিনি পিরোজপুরের সন্তান। শৈশবে একটু একটু করে গানের দিকে অগ্রসর হন তিনি। চ্যানেল আই সেরা কন্ঠেও অংশগ্রহণ করেন তিনি। এভাবে ধিরে ধিরে গানের প্রতি একটা টান নিজের ভেতরে লালন করতে থাকেন। সারাদেশে স্টেজ কনসার্টে দর্শক মাতিয়ে গানের প্রতি ভালোবাসাকে প্রকাশ্যে নিয়ে আসেন তিনি।
সে ইতিমধ্যে আমার জেলা পিরোজপুর গানটি গেয়ে পিরোজপুরবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। সকলের ফেসবুক টাইমলাইনে আমার জেলা পিরোজপুর শিরোনামের গানটি ঝড় তুলে দিয়েছিল।
কণ্ঠশিল্পী মোঃ ইমরান শুধু গান নিয়ে যে ব্যস্ত এমনটি নয়। গানের পাশাপাশি তিনি সৌদি আরবে বিজনেস নিয়ে ব্যস্ত সময় পার করছ। মোঃ ইমরান তার এই “ বন্ধুর প্রেম জালা” শিরোনামের গানটি শোনা এবং দেখার জন্য তার ভক্ত-শ্রোতাদের বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছেন। তিনি বলেন আমার “ বন্ধুর প্রেম জ্বলা” শিরোনামের মিউজিক ভিডিওটি দর্শকদের মনে জায়গা পাবে বলে আমি আশা রাখি ৷ দর্শকদের উৎসাহ ও ভালোবাসা নিয়ে আমি বিগত লম্বা সময় বিরতির পরে আবারও নতুন কাজ করে চলছি ৷ দর্শকদের মাঝে বিনোদন দেওয়ার মাধ্যমে তাদের মনে জায়গা করে নিতে চাই ৷ দর্শকদের ভালোবাসা নিয়ে আমি আগামিতে অনেক দুর এগিয়ে যেতে চাই ৷ বন্ধুর প্রেম জ্বালা শিরোনামের গানটির মিউজিক ভিডিওটি আশা করি দর্শকদের মনে জায়গা পাবে এবং তাদের ভালোবাসায় আমি অনেক দুর যেতে পারবো ৷ তাই দর্শকরা এই মিউজিক ভিডিও গানটি সকলে দেখবেন ও পাশে থেকে দোয়া করবেন সামনের দিনগুলোতে যেন আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি ৷ তিনি দর্শকদের উদ্দেশ্য করে বলেন আমার এককভাবে আরো পাঁচটি গানের কাজ শেষ হয়েছে। সঠিক দিন তারিখ ঠিক করে তা রিলিজ করব। বন্ধুর প্রেম জ্বালা গানটির গীতিকার ও সুরকার রমেশ শীল। গানটি কম্পোজ করেছেন হৃদয় জে জে। প্রডিউসার আসিফ মাহমুদ আপেল ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এম,এ, সোবাহান।
মোহাম্মদ ইমরান এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি গানটি রিলিজ হয়েছে।
Leave a Reply