বরেন্দ্র নিউজ ডেস্ক :
সালমান শাহ ও তার স্ত্রী সামিরা। ফাইল ছবি
বাংলা সিনেমার কিংবদন্তী নায়ক সালমান শাহ ১৯৯৬ সালে মারা যান। তার রহজস্যজনক মৃত্যুর পর স্ত্রী সামিরা বিয়ে করেছিলেন নায়ক সালমানের বন্ধু মোশতাককে। সেই সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে তাদের।
নিজেদেরকে খুব সুখী হিসেবে গণমাধ্যমে দাবী করলেও সামিরার সেই সংসার টিকেনি।
নতুন করে তৃতীয় বারের মত বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। আর এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন তারই সুখী দাবি করা স্বামী মোশতাক।
কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল সামিরার বিয়ের ব্যাপারে। কিন্তু মোবাইলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। এরপর মোশতাকের সাথে যোগাযোগ করা হলে তিনিই শনিবার (১৪ আগস্ট) রাতে বিষয়টি জানান।
জানা যায়, সামিরার বর্তমান স্বামীর নাম ইশোতিয়াক আহমেদ। তিনি একজন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক। গত ১৫ জুলাই উভয়ের পরিবারের সদস্যদের নিয়েই তাদের বিয়ের সম্পন্ন করা হয়।
Leave a Reply