রোববার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে ৫৫ পিচ ইয়াবা বড়ি ও ২০ গ্রাম গাঁজাসহ ৭ জন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থ ও কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেয় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
জানা যায়, উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭ জন ব্যক্তিকে আটক করে।
আটককৃতরা সদর উপজেলার নামোশংকরবাটী ফতেপুর গ্রামের মো. ইসরাফিল হকের ছেলে মো. নান্টু (৩২), বটতলাহাটের মৃত ইনসান আলীর ছেলে মো. আহসান (৪৫), একই এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে মো. হেলাল (৩২), শংকরবাটী মন্ডল পাড়ার মৃত আলতাজের ছেলে মো. মতিন (৫৮), জীয়ানগর গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে মো. শহীদ রানা (২৩), গোমস্তাপুর উপজেলার রহনপুর কাঞ্চনতলা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. তহুরুল (৩০), রাজশাহী চন্দ্রীমা উপজেলার আসাম কলোনী বউবাজার এলাকার মৃত রফিজ উদ্দিনের ছেলে মো. মিজান (৩২)।
পরে মোবাইল কোর্টে আসামীদের হাজির করা হলে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আসামী মিজান কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম আসামী আহসানকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ও আসামী হেলালকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম আসামী নান্টু কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ও আসামী মতিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান আসামী শহীদ রানাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
Leave a Reply