শিরোনাম
রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে বিজয় দিবসে জামায়াতের র‍্যালী-বরেন্দ্র নিউজ গোমস্তাপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে গোহালবাড়ী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের দাবিতে আলোচনা সভা-বরেন্দ্র নিউজ ভোলাহাট উপজেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে ৫০ গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক-বরেন্দ্র নিউজ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে শিবিরের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ – ছবি : সংগ্রহ

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। গড় পাশের হার ৭৭ দশমিক ৯৬ শতাংশ। ছাত্রদের পাশের হার ৮৩ দশমিক ২৭ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৬৯ দশমিক ৯৯ শতাংশ। পরীক্ষায় তাকমীল (এমএ) ব্যতীত ৬টি স্তরে মোট পরীক্ষার্থী ১ লাখ ৫২ হাজার ৪৮০ জন অংশগ্রহণ করে। স্টার মার্ক পেয়েছে ২১ হাজার ১৭৫ জন ও প্রথম বিভাগে পাশ করেছে ২৬ হাজার ১৭৫ জন ছাত্র-ছাত্রী। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী সংখ্যা- ১ লাখ ১৩ হাজার ৪৫২ জন।

বৃহস্পতিবার ১০ টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আবূ ইউসুফ পরীক্ষার ফলাফলের ফাইল বেফাকের সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা আশরাফ আলীর নিকট হস্তান্তরের পর তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় আল্লামা আশরাফ আলী (দা. বা.) বলেন, কওমী মাদরাসার পরীক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজির স্থাপন করেছে। এরাই যোগ্য আলেম হয়ে জাতির সামনে ইসলামের বাণী তুলে ধরবে।

বেফাকের ফল প্রকাশ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,বেফাকের সহসভাপতি মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, বেফাকের সহকারী মহাসচিব মাও: মাহফুজুল হক ও মুফতি নুরুল আমীন, মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী, অর্থ সচিব মনিরুজ্জামান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আমিনুল হক, মাওলানা আব্দুর রশিদ ও মুহা: রফিকুল হকসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও স্টাফবৃন্দ এবং বিভিন্ন মাদরাসা থেকে আগত মুহতামিম, আসাদিযা ও দালেকুল ইলমগন। পরীক্ষার ফলাফলের সকল তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইট www.wifaqresult.com- তে পাওয়া যাচ্ছে।
স্তর ভিত্তিক পাশের হার হচেছ

ফযীলত (স্নাতক) বালক ৮৬.৯১% বালিকা ৮১.৭২%। সানাবিয়া ‘উলইয়া (উচ্চ মাধ্যমিক) বালক ৭২.৭৪% এবং বালিকা ৫৬.২৫%। মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক) বালক ৮৯.৭৭% বালিকা ৭৫.১৭%। ইবতিদাইয়্যাহ (প্রাইমারি) বালক ৭৫.৬৬% বালিকা ৬৭.০৫%। এছাড়া তাহফীজুল কুরআন ও ‘ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত বিভাগের পাশের হার যথাক্রমে ৮৬.৫৫% এবং ৮৮.০০%।

ফযীলত (স্নাতক) মারহালার বালক শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার মাদানীনগর মাদরাসার মুহা: আব্দুল্লাহ প্রাপ্ত নম্বর ৭৬৬, ২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ওয়াসা রোড উত্তর পশ্চিম যাত্রাবাড়ী মাদরাসার মুহা: ইকরামুল হাসান আহমদ প্রাপ্ত নম্বর ৭৬৪, ৩য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ওয়াসা রোড উত্তর পশ্চিম যাত্রাবাড়ী মাদরাসার মাহবুবুল আলম প্রাপ্ত নম্বর ৭৬১। বালিকা শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার মাদরাসা ফাতেমাতুজ্জাহরা (রা.) মুহাম্মদপুরের নাঈমা হুসাইন প্রাপ্ত নম্বর ৬৭৩, ২য় স্থান অধিকার করেছে কিশোরগঞ্জ জেলার আয়েশা সিদ্দীকা (রা.) কওমী মহিলা মাদরাসার স্বল্প মারিয়া এর মাইমুনা প্রাপ্ত নম্বর ৬৬০, ৩য় স্থান অধিকার করেছে বরিশাল জেলার চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ মহিলা শাখা এর তাকওয়া তাজুন্নুর প্রাপ্ত নম্বর ৬৫৫।

সানাবিয়া ‘উলয়া (উচ্চ মাধ্যমিক) বালক শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়া রহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুর -এর মুহা: মাহবুবুল আলম প্রাপ্ত নম্বর ৬৭৮, ২য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২জন তাঁরা হলেন মাদারিপুর জেলার জামিয়াতুস সুন্নাহ দক্ষিনকান্দি শিবচর এর ইয়াকুব আলী প্রাপ্ত নম্বর ৬৭৪ এবং একই মাদরাসার মুহা: আব্দুল আযীয প্রাপ্ত নম্বর ৬৭৪, ৩য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার মারকাজুল ইলমি ওয়াদ দাওয়াহ সাভার এর শাকিল ইজতিহাদ সিফাদ প্রাপ্ত নম্বর ৬৭৩, বালিকা শাখায় মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছে ঢাকা জেলার আল জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা উত্তরা এর মোবাশ্বিরা আক্তার প্রাপ্ত নম্বর ৬৬১, ২য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ২জন তাঁরা হলেন মোমেনশাহী জেলার মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসা গলগন্ডা এর সা‘দিয়া মারজান প্রাপ্ত নম্বর ৬৪৯ এবং ঢাকা জেলার হযরত ফাতেমাতুয যাহরা মহিলা মাদরাসা উত্তরা -এর মোসা: উম্মে হানি প্রাপ্ত নম্বর ৬৪৯, ৩য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার মাদরাসাতুল কিতাব ওয়াস সুন্নাহ মহিলা মাদরাসা মোহাম্মদপুর এর আয়েশা প্রাপ্ত নম্বর ৬৪৭।

মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক) বালক শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে যৌথভাবে ২জন। তারা হলেন ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ওয়াসা রোড উত্তর পশ্চিম যাত্রাবাড়ী-এর মুহা: সাজ্জাদ হুসাইন সা‘আদ প্রাপ্ত নম্বর ৬৮৪ এবং কুমিল্লা জেলার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়া-এর মো: খালেদ হাছান প্রাপ্ত নম্বর ৬৮৪, ২য় স্থান অধিকার করেছে যৌথভাবে ৩জন তারা হলেন ফরিদপুর জেলার আল মাদরাসাতুল ইসলামিয়া মদীনাতুল উলুম নগরকান্দা-এর মুহাম্মদুল্লাহ প্রাপ্ত নম্বর ৬৮৩,নারায়ণগঞ্জ জেলার কাসেমুল উলুম রূপসী চরপাড়া-এর মুহা: শাহ জালাল প্রাপ্ত নম্বর ৬৮৩ এবং মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ-এর আ: রহমান তামীম প্রাপ্ত নম্বর ৬৮৩, ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২জন নারায়ণগঞ্জ জেলার জামিয়া রব্বানিয়া জালকুড়ি মাদরাসার রবীউল ইসলাম প্রাপ্ত নম্বর ৬৮২ এবং জামি‘আ আরাবিয়া দারুল উলুম দেওভোগ-এর মুহা: আরাফাত হোসাইন প্রাপ্ত নম্বর ৬৮২। বালিকা শাখায় মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছে ঢাকা জেলার আল জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা উত্তরা এর আফিফা রহমান মারিয়া প্রাপ্ত নম্বর ৬৮০, ২য় স্থান অধিকার করেছে কিশোরগঞ্জ জেলার জামিয়াতুল আযহার লিল বানাত তারাপাশা এর মাহমুদা আক্তার তুলফা প্রাপ্ত নম্বর ৬৭৭, ৩য় স্থান অধিকার করেছে কুমিল্লা জেলার ইকরা মহিলা মাদরাসা উত্তর লাকসাম এর নাছরিন শিফা প্রাপ্ত নম্বর ৬৭৩।

ইবতিদাইয়্যাহ (প্রাইমারি) বালক শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া ভূঁইয়াপাড়া মাদরাসার মুহাম্মদ জুনাইদ আল হাসান প্রাপ্ত নম্বর ৬৮৫, ২য়স্থান অধিকার করেছে যৌথভাবে ৪জন তারা হলেন জামিয়া রব্বানিয়া আরাবিয়া জালকুড়ি এর মুহাম্মদ তামীম প্রাপ্ত নম্বর ৬৭৯, জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ওয়াসা রোড উত্তর পশ্চিম যাত্রাবাড়ী মাদরাসা এর মুহা: বেলাল হুসাইন প্রাপ্ত নম্বর ৬৭৯, জামিয়া হাকীমুল উম্মত দক্ষিন কেরানীগঞ্জ -এর মুহা: মাহফুজুর রহমান প্রাপ্ত নম্বর ৬৭৯ এবং কুষ্টিয়া জেলার আশরাফুল উলুম মঙ্গলবাড়ীয়া মাদরাসার মুহা: তানভীর আব্দুল্লাহ প্রাপ্ত নম্বর ৬৭৯, ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ৩জন তারা হলেন নারায়ণগঞ্জ জেলার জাামিয়া রব্বানিয়া আরাবিয়া জালকুড়ি এর মুহা: কেফায়াতুল্লাহ প্রাপ্ত নম্বর ৬৭৮, ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম পল্লবী মাদরাসার মুহা: আব্দুল্লাহ আল মারুফ প্রাপ্ত নম্বর ৬৭৮ এবং জামিয়া হাকীমুল উম্মত দক্ষিণ কেরানীগঞ্জ মাদরাসার মুহা: আব্দুল্লাহিল কাফী প্রাপ্ত নম্বর ৬৭৮। বালিকা শাখায় মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছে জামালপুর জেলার মিফতাহুল জান্নাত (মরিয়ম) মহিলা মাদরাসা শাহপুর এর মোছা: সাইমুম জান্নাত সাদিয়া প্রাপ্ত নম্বর ৬৭৫, ২য় স্থান অধিকার করেছে ফরিদপুর জেলার তানযীমুল উলুম কওমী মহিলা মাদরাসা বোয়ালমারী এর উম্মে হাবীবা প্রাপ্ত নম্বর ৬৬৮, ৩য় স্থান অধিকার করেছে মোমেনশাহী জেলার মিফতাহুল জান্নাত গলগন্ডা এর ফারিহা প্রাপ্ত নম্বর ৬৬৭।

এছাড়া তাহফীজুল কুরআন এর ৬৬ টি গ্রুপে (প্রতি গ্রুপে ৩জন করে) ও ‘ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত বিভাগে ৩টি গ্রুপে (প্রতি গ্রুপে ৩জন করে) পৃথক পৃথক ভাবে মেধা তালিকায় শীর্ষে রয়েছেন অনেকই।



Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




<figure class=”wp-block-image size-large”><img src=”http://borendronews.com/wp-content/uploads/2020/07/83801531_943884642673476_894154174608965632_n-1-1024×512.jpg” alt=”” class=”wp-image-17497″/></figure>

© All rights reserved © 2019 borendronews.com
Design BY LATEST IT