এ বাশার চঞ্চল(নওগাঁ)রাণীনগর
প্রতিনিধি:-নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নজরুল খাঁন (৪৫) কে গ্রেফতার করেছে । রবিবার সকালে গ্রেফতার করে দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। নজরুল খানঁ উপজেলার গোনা উত্তর পাড়া গ্রামের মৃত মকবুল খাঁন এর ছেলে।রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, এদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোনা উত্তর পাড়া গ্রামে অভিযান চালিয়ে নজুরুল কে গ্রেফতার করা হয়েছে। গত ২০১২ সালে দায়ের করা একটি মাদক মামলায় এক বছরের সাজা দেয় আদালত। এর পর থেকে সে পলাতক ছিলো। নজরুল বাড়ীতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ।
Leave a Reply