মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহার উপজেলা সদরের সরকারী স্বাস্থ্য কমপেক্সের বহিঃভিভাগের সামনে হতে একটি হিরো আই স্মার্ট ১১০ সিসি ও জিরোপয়েন্ট এলাকা হতে একটি বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে।
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার তিলনী গ্রামের তানেস আলীর পুত্র ও ক্লিন এগ্রো কীটনাশক কোম্পানীর মার্কেটিং অফিসার তরিকুল ইসলাম অসুস্থতার কারনে সদর সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগের সামনে জয়পুরহাট-হ ১৩-৪৮২৯ নম্বরের মোটরসাইকেলটি রেখে চিকিৎসা করতে যায়। আধাঘন্টা পর চিকিৎসা শেষে বাইরে এসে তার মোটরসাইকেলটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পরেও মোটর সাইকেলটির সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে মোটর সাইকেল মালিক তরিকুল ইসলাম স্থানীয় থানায় একটি লিখিতভাবে অবহিত করেছেন।
অপর দিকে, একই দিনে সদরের জিরোপয়েন্ট এলাকা হতে দৈনিক সাপাহার বার্তা’র সম্পাদক সাংবাদিক শরিফ তালুকদারের লাল রংয়ের বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।
উল্লেখ্য যে, প্রায় সময় সাপাহার উপজেলার বিভিন্ন স্থান থেকে মাঝে মধ্যেই এ ধরণের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটছে। উপজেলার বিভিন্ন মোড়ে সিসি ক্যামেরা থাকলেও হাসপাতাল মোড়ে সিসি ক্যামেরা না থাকায় অভিজ্ঞ মহল ক্ষোভ প্রকাশ করেছেন।
Leave a Reply