শিরোনাম
রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে বিজয় দিবসে জামায়াতের র‍্যালী-বরেন্দ্র নিউজ গোমস্তাপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে গোহালবাড়ী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের দাবিতে আলোচনা সভা-বরেন্দ্র নিউজ ভোলাহাট উপজেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে ৫০ গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক-বরেন্দ্র নিউজ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে শিবিরের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
সাপাহারে ৩ বছরেও বেতন-ভাতাদি পাননি প্রভাষক-বরেন্দ্র নিউজ

সাপাহারে ৩ বছরেও বেতন-ভাতাদি পাননি প্রভাষক-বরেন্দ্র নিউজ


মনিরুল ইসলাম, সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়া মো. জিয়াউর রহমান তিন বছর পার হওয়ার পরও (এমপিওভুক্তি) বা কোন বেতন-ভাতাদি না পেয়ে বিনা বেতনে চাকুরী করে মানবেতর জীবনযাপন করছেন।
নিয়োগপত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী জানা যায়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নের কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে ২০১৬ সালের ২৪ অক্টোবর কলেজ কর্তৃপক্ষ ও এনটিআরসিএ মো. জিয়াউর রহমানকে শূন্যপদে এইচএসসি পর্যায়ে রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক হিসেবে নিয়োগ দেন। এর প্রেক্ষিতে ২০১৬ সালের ১ নভেম্বর কলেজে যোগদান করেন তিনি।
২০১৫ সালের ৮ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষের ২৫৮/২০১৫ নম্বর অধিবেশনে পদটি শূন্য ঘোষণা করা হয়। এরপর ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর দৈনিক মানবজমিন ও দৈনিক করতোয়া প্রথমবার, ২০১৫ সালের ১৭ অক্টোবর দৈনিক সমকাল ও দৈনিক করতোয়া দ্বিতীয়বার এবং ২০১৫ সালের ৭ নভেম্বর দৈনিক সমকাল ও দৈনিক করতোয়া তৃতীয়বার অধ্যক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। পরে তিনি ২০১৫ সালের ২৩ নভেম্বর এনটিআরসি-এর কাছে শিক্ষক নিয়োগের চাহিদা দেন। এর প্রেক্ষিতে সরকারি বিধিমেনে তার নিয়োগ দেয়া হয়।
কলেজ অধ্যক্ষ মো. আবু এরফান আলীর দেয়া প্রত্যয়নপত্র অনুযায়ী, মো. জিয়াউর রহমান এইচএসসি পর্যায়ে কলেজ শাখায় পাঠদান করছেন। এর আগে ২০১৭ সালের ৯ এপ্রিল এমপিও আবেদন করা হয়। কিন্তু ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষের ২১৯/২০১২ নম্বর অধিবেশন অনুযায়ী অনার্স শাখায় সৃষ্টপদে রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক নিয়োগ দেয়া হয় মো. আব্দুল হালিমকে। অনার্স শাখার এই শিক্ষক এইচএসসি পর্যায়ে কলেজ শাখায় এমপিওভুক্তির জন্য মহামান্য হাইকোর্টে রিট আবেদন করেন। এর জন্য মো. জিয়াউর রহমানের এমপিও ভুক্তি করার আবেদনটি সরকারি ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী প্রত্যাখান করেন।
কলেজ অধ্যক্ষের দেয়া আরেকটি প্রত্যয়নপত্র অনুযায়ী, মো. আব্দুল হালিম এই কলেজে সৃষ্টপদে অনার্স শাখায় পাঠদান করছেন। একই সাথে সৃষ্টপদে অনার্স শাখায় পাঠদানের জন্য প্রায় তিন বছর বেতন-ভাতাদি ভোগ করেন। মহামান্য হাইকোর্টের আদেশ বলা হয়, আইন অনুযায়ী মো. আব্দুল হালিমের এমপিওভুক্তির বিষয়টি নিষ্পত্তি করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন। এছাড়া আপিল বিভাগও আগের আদেশ বহাল রাখেন।
২০১৯ সালের ১১ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ শাখা-৩ এর সহকারি পরিচালক ফারহানা আক্তার স্বাক্ষরিত চিঠিতে জনবল কাঠামো অনুযায়ী এমপিওভুক্তির বিষয়টি নিষ্পত্তি করা জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী শাখার উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট বিভাগকে আদেশ প্রদান করেন। এছাড়া ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ শাখা-৩ এর সহকারি পরিচালক আবদুল কাদের স্বাক্ষরিত চিঠিতে মো. আব্দুল হালিমের নিয়োগের বিষয়টি সরজমিনে তদন্ত করে ১০ কর্মদিবসের মধ্যে রাজশাহী শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরীর কাছে প্রতিবেদন চাওয়া হয়। কিন্তু মো. আব্দুল হালিমেরনিয়োগের বিষয়টি এখনও সরজমিনে তদন্ত করা হয়নি। এরপরও ২০২০ সালের ১৬ ফ্রেব্রæয়ারি কলেজ শাখা-৩ এর সহকারি পরিচালক আবদুল কাদের স্বাক্ষরিত চিঠিতে জনবল কাঠামো মোতাবেক মো. আব্দুল হালিমের নিয়োগ প্রক্রিয়া যথাযথ হলে বিধি মোতাবেক এমপিওভুক্তির জন্য আদেশক্রমে অনুরোধ করা হয়।
জনবল কাঠামো মোতাবেক অনার্স স্তরের সৃষ্টপদে নিয়োগ পাওয়া কোন শিক্ষক এইচএসসি/ডিগ্রি স্তরের এমপিভুক্ত কোন পদে পদ সমন্বয় প্রাপ্তির আইনগত সুযোগ নেই। বর্তমানে প্রভাষক জিয়াউর রহমান দীর্ঘ দিন ধরে বিনা বেতনে চাকুরী করে এখন মানবেতর জীবনযাপন করছে। তার বেতন চালুর বিষয়ে তিনি সরকারের সংশ্লিষ্ট বিভাগের কতৃপক্ষের নিকট আকুল আবেদন করেছেন।
এবিষয়ে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ আবু এরফান আলীর সাথে কথা হলে বিষয়টি আসলে অমানবিক দীর্ঘদিন ধরে অত্র কলেজে চাকুরী করেও তিনি কোন বেতন পাচ্ছেননা। তবে বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে তাই আদালতের আদেশের বিরুদ্ধে কোন কিছু করা তার পক্ষে সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




<figure class=”wp-block-image size-large”><img src=”http://borendronews.com/wp-content/uploads/2020/07/83801531_943884642673476_894154174608965632_n-1-1024×512.jpg” alt=”” class=”wp-image-17497″/></figure>

© All rights reserved © 2019 borendronews.com
Design BY LATEST IT