বরেন্দ্র নিউজ ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরের রামনগর ভারতীয় সীমান্তবর্তী এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে বাংলাদেশি সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করেছে বিজিবি। সোমবার (০৯ মার্চ) সকালে বিজিবির বিশেষ অভিযানে এ টাকা উদ্ধার করা হয়।
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম এম সামীউন্নবী জানান, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপি’র বিজিবি’র একটি টহল দল সোমবার সকাল ৬টার দিকে মেইন পিলার ১৯৮৫/৮-এস হতে ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক বাংলাদেশি নাগরিক সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে ভারতে যাবার সময় টহলরত বিজিপি’র উপস্থিতি টের পেয়ে দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে যায়।
টহল বিজিবি ব্যাগটি উদ্ধার করে এতে বাংলাদেশি সাড়ে ৭ লাখ টাকা জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।shomoytv.com
Leave a Reply