-রাফাত আহমেদ
চির কবিতার দেশ শান্তিপ্রিয় দেশ,
সবুজ শ্যামল আমাদের বাংলাদেশ।
শেখ মুজিব,বাংলাদেশের স্থপতি,
তোমার জন্য মানচিত্রে আজ আমরা বাঙালি জাতি।
শেখ মুজিব,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি,
তুমি বাঙালির কল্যাণকামী। তোমার জন্য স্বাধীন হলো বাংলাদেশ,
তোমার ডাকে শত্রু হলো নিঃশেষ।
তুমি আমাদের জাতির পিতা, তুমি বাংলার স্বপ্নদাতা।
শেখ মুজিব,
তোমার জন্য আজ আমরা স্বাধীন,
তুমি বাংলার গ্রামে,আছো সর্বজনীন।
ঐতিহ্য,সংস্কৃতি ফিরে পেলাম তোমার জন্য,
তাইতো বাংলা আজও তোমার জন্য ধন্য।
তুমি স্থান পেয়েছ কবির কবিতায়,
তুমি আছো আমাদের মাতৃভাষায়।
তুমি স্থান পেয়েছ কোমলতি মায়েদের গল্পে,
তুমি প্রতিটি বীরাঙ্গনার কল্পে।
শেখ মুজিব,
শুনে তোমার বজ্রকণ্ঠ বাণী, স্বাধীনতার ডাকে সাড়া দিল চাকুরীজীবী আর পাতাকুড়ানি। শুনে তোমার ৭ই মার্চের ভাষণ, বদলে গেল বাঙালির সংগ্রামী মন।
দেশের জন্য তুচ্ছ ভেবেছো নিজের প্রাণ,
তাইতো বাঙালি ভুলবে না তোমার অবদান।
শেখ মুজিব,
তুমি অমর বাংলার মাঝে,
তুমি উৎসাহ, দেশের প্রতিটি কাজে।
কবি তোমায় নিয়ে লিখতে ভালোবেসে,
তুমি শ্রেষ্ঠ,চিরজীবী বাংলার ইতিহাসে।
তুমিতো সংগ্রাম আর রাজনীতির কবি,
তুমি বাংলার স্বাধীনতার রবি।
তোমার জন্য বাঙালি পেয়েছে নব-জীবনের সন্ধান,
তাইতো বাঙালি তোমায় দিল শ্রেষ্ঠ সম্মান।
তুমি বাঙালির নতুন দিনের আশায়,
তুমি বাঙ্গালী স্বপ্নে আছো ভালোবাসায়।
তুমি চিরদিন থাকবে বাঙালির পাশে,
তুমি থাকবে বাঙালির আত্মবিশ্বাসে।
দেশ থেকে করলে তুমি শত্রুকে দূর,
বন্ধ করলে শিশুর সেই করুণ সুর।
তোমার ছবি আজও বাংলায় ভাসে,
বাঙালি আজও তোমায় ভালোবাসে।
তুমি আছো প্রত্যেক বাঙালির মনে,
তুমি আছো মজিবনগর, আম্রকাননে।
শেখ মুজিব
ছিলে তুমি ৭১-এর দামালদের মনে,
তাইতো আজও আছো তুমি বাংলার বিজয় ক্ষনে।
উৎসর্গ-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে,
যিনি বাংলার স্বাধীনতাকে ছিনিয়ে আনলেন। উপহার দিলেন সোনার বাংলাদেশ।
-রাফাত আহমেদ
কয়লার দিয়াড় উচ্চ বিদ্যালয়,
শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ
Leave a Reply