মনিরুল ইসলাম,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে এক ভুয়া চিকিৎসককে আটক করে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
বুধবার দপুরে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কল্যাণ চৌধুরী।
জানা গেছে, উপজেলার মাইপুর গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী আব্দুল করিম (৫০) দীর্ঘদিন যাবৎ এলাকায় পল্লী চিকিৎসকের পরিচয়ে চিকিৎসার নামে ভুক্তভোগীদের নিকট অর্থ আত্মসাৎ করে আসছিলো। এই সংবাদের ভিত্তিতে তাকে আটক করে স্থানীয় প্রশাসন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কল্যাণ চৌধুরীর কার্যালয়ে গঠিত ভ্রাম্যমান আদালতে কথিত ওই চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা ও ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এমন কাজ করবেনা মর্মে মুছলেকা নেওয়া হয়।
উল্লেখ্য যে, এর পূর্বেও বিভিন্ন জায়গায় কথিত চিকিৎক আব্দুল করিম বিভিন্ন জায়গায় কবিরাজী করে ধরা খায় এবং স্থানীয় ভাবে সেসব মিমংসা করা হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply