এ বাশার চঞ্চল(নওগাঁ)রাণীনগর প্রতিনিধি:- নওগাঁর রাণীনগরে ভোক্তা অধিকার আইনে দুই ওষুধ ফার্মেসী ও দুই মৎস্য আড়ৎকে মোট আট হাজার টাকা জরিমানা করেছে। বুধবার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজারে নওগাঁর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তররে সহকারী পরিচালক এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা করেন।আদালতের বিচারক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামিম হোসেন জানান,মেয়াদ উর্ত্তীন ও যৌন উত্তেজক ট্যাবলেট রাখার দায়ে আবাদপুকুর বাজারের রউফ ফার্মেসীকে পাঁচ হাজার টাকা এবং একই বাজারের মের্সাস খাঁন ফার্মেসীকে মেয়াদ উর্ত্তীন ওষুধ রাখার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওই বাজারে ওজনে কম দেয়ার দায়ে বাবু মৎস্য আড়ৎকে পাঁচ শত টাকা ও নাছির মৎস্য আড়ৎকে পাঁচ শত টাকা জরিমানা করা হয় । এসময় রাণীনগর উপজেলা সেনিটারী ইন্সপেক্টর আব্দুল মতিন ও থানাপুলিশের এ.এস.আই আব্দুল লতিফ উপস্থিত ছিলেন ।
Leave a Reply